ক্লাব কাপ হকির মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাসেল মাহমুদ জিমি। সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
নিষেধাজ্ঞা শাস্তির কারণে বৃহস্পতিবার, ১৪ অক্টোবর টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলতে পারবেন না মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ হকি তারকা।
পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করেন জিমি। প্রতিপক্ষ গোলরক্ষক কাঞ্চন মিয়াকে দেন ধাক্কা। তর্কে জড়িয়ে পড়েন পুলিশ এসসি দলের কর্মকর্তাদের সঙ্গেও।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল সোমবার পুলিশ এসসির বিপক্ষে মোহামেডানের ৪-১ গোলের জয়ের ম্যাচে এই কাণ্ড ঘটান জিমি। এ ঘটনার পর পুরো ম্যাচ খেলেনি পুলিশ এসসি। এজন্য তাদের জরিমানা হয়েছে পাঁচ হাজার টাকা।