উরুগুয়ের বিপক্ষে আগুনে পারফরম্যান্স দেখিয়েছেন নেইমার। নিজে এক গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি।
সতীর্থের গোলে সহায়তা করে একটি রেকর্ডও স্পর্শ করেছেন এ পিএসজি ফরওয়ার্ড। দক্ষিণ আমেরিকায় কাতার বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর পর চিলির তারকা অ্যালেক্সিস সানচেজের সমান ১৫টি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন নেইমার।
সতীর্থদের দিয়ে গোল করিয়ে নেইমার ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি (১৩) ও লুইস সুয়ারেজকে (১৩)।
নেইমার গোল পেলে জেতে তার দল ব্রাজিল। তার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। এর আগে যে ২২ ম্যাচে গোল পেয়েছেন নেইমার তার সবগুলোতেই জয় পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের জার্সিতে ১১৫ ম্যাচে নেইমারের গোল এখন ৭০টি।