রিয়ালের গোল উৎসবের রাতে সম্মান বাঁচল বার্সার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 17:04:11

আরেকটু হলে পঁচা শামুকে পা কেটেই যাচ্ছিল বার্সেলোনার। তবে শেষ মুহূর্তের গোলে সম্মান বাঁচল কাতালান ক্লাবটির। কোপা দেল রেতে তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসার বিপক্ষে কোনরকমে জয় তুলে নিয়েছে তারা। অথচ বুধবার টুর্নামেন্টের আরেক ম্যাচে রীতিমতো গোল উৎসব করেই জিতেছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ কাপ নামে পরিচিত কোপা দেল রের প্রথম লেগে ১-০ গোলে জিতল বার্সেলোনা। আর তৃতীয় সারির ক্লাব মেলিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসি বিহীন বার্সেলোনা রীতিমতো সাফল্যের হাওয়ায় উড়ছিল। দিন কয়েক আগেই তারা মাঠের চির শত্রু রিয়াল মাদ্রিদের বিপক্ষে তুলে নিয়েছিল ৫-১ গোলের জয়। কিন্তু সেই দলটাই কীনা এবার নীচের সারীর একটি দলের কাছে পয়েন্ট হারাতে যাচ্ছিল।

অবশ্য সেরা দলটা বাইরে রেখে খেলাতে গিয়েই সর্বনাশ হতে যাচ্ছিল। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কিছুতেই কুলতুরাল লেওনেসার বিপক্ষে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ইনজুরি সময়ে এসে স্বস্তি মিলে। প্রতিপক্ষের মাঠে উসমান দেম্বেলের দারুণ ভাসানো ফ্রি কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে দেন লংলে। বার্সায় পায় সেই মূল্যবান গোল।

অার দুঃসময়ে থাকা রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে এসে ছন্দ খুঁজে পেয়েছে। সেরা বত্রিশের প্রথম লেগে হেসে খেলে জিতেছে ফেভারিটরা। যদিও সেরা তারকাদের বিশ্রামে রেখেই প্রতিপক্ষের মাঠে একাদশ সাজিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারি। তারপরও দল পেল অনায়াস জয়।

২৮তম মিনিটে প্রথম গোলটা করেন করিম বেনজেমা। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। ৭৯তম মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ওদ্রিওসোলা। তারপর ইনজুরি সময়ে শেষ গোলটা করেন ক্রিস্তো গনসালেস। হাসি মুখে মাঠ ছাড়ে রিয়াল।

এ সম্পর্কিত আরও খবর