ভারতের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:29:40

খেলার নির্ধারিত সময়ে ছিল ১-১ গোলে ড্র। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার টাইব্রেকারের সেই ভাগ্য পরীক্ষায় ৪-২ গোলে জিতেছে বাংলাদেশের কিশোররা। ফেভারিটদের স্বপ্ন ভেঙে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়ে গেছে ফাইনালের টিকিট।

টুর্নামেন্টের ফাইনাল ৩ নভেম্বর।

বৃহস্পতিবার সেমি-ফাইনালের নির্ধারিত সময়ে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ভারতকে এগিয়ে দেন দলের মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাস। এক পর্যায়ে মনে হচ্ছিল সেমিতেই বুঝি মিশন শেষ হয়ে যাবে বাংলাদেশের। কিন্তু খেলার ইনজুরি সময়ে (৯৩ মিনিট) স্পট কিকে সমতা ফেরান বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান।

ভারতের ডি বক্সের ভিতরে রাসেল আহমেদ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট কিক থেকে গোল করতে ভুল করেন নি আশিকুর।

অতিরিক্ত সময়েও ১-১ সমতা থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে দুটি স্পট-কিক আটকে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান। তার দৃঢ়তায় দল উঠে গেল ফাইনালে।

ভারতের প্রথম দুটি শটই আটকে দেন মেহেদী হাসান। আর টাইব্রেকারে কোনো শট মিস হয়নি বাংলাদেশের। প্রথম চারটি শটেই গোল। রুস্তম ইসলাম দুখু মিয়া চার নম্বর শটে গোল করতেই আনন্দে ভাসে লাল-সবুজের প্রতিনিধিরা।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে এর আগে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এবার ভারতকে হারিয়ে দল উঠল ফাইনালে।

এ সম্পর্কিত আরও খবর