নতুন অধিনায়ক হিসেবে শাস্ত্রীর পছন্দ রোহিত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 01:34:31

বিশ্বকাপ শেষে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন। ঘোষণাটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দিয়ে রেখেছেন বিরাট কোহলি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির বিদায়টা হলো যাচ্ছে তাই বাজে। সুপার টুয়েলভের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তার দল। তাই এখন মূল আলোচনা ভারতের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন।

ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে এখন রোহিত শর্মাই এগিয়ে। অনেক দিন ধরেই তারকা এ হার্ড-হিটারের নাম শোনা যাচ্ছে। ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে বিদায়ী কোচ রবি শাস্ত্রীর পছন্দ এ ওপেনার।

সোমবার, ৮ নভেম্বর নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সংবাদ সম্মেলনে এসে শাস্ত্রী বলেন, ‘রোহিত অত্যন্ত পারদর্শী ছেলে। ও এতগুলো আইপিএল জিতেছে। ওই দলের সহ-অধিনায়ক। ওই দায়িত্ব (অধিনায়কত্ব) পাওয়ার জন্য ও (রোহিত) তৈরি আছে।’

নতুন কোচ রাহুল দ্রাবিড়ও অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক হিসেবে তার প্রথম পছন্দ রোহিত শর্মা। তারপরের তালিকায় আছেন লোকেশ রাহুলের নাম।

বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মা নিউজিল্যান্ড সিরিজে পেতে পারেন বিশ্রাম। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুল দলকে নেতৃত্ব দিতে পারেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো ঘোষণা দেয়নি।

এ সম্পর্কিত আরও খবর