জাভির চাই কেবল জয়, ড্র বা হার নয়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-15 11:42:23

বার্সেলোনা সেরা সময়টা হারিয়ে ফেলেছে। সোনালী অতীত ভুলে ন্যু ক্যাম্প শিবির এখন যেন বাজে পারফরম্যান্সের দুষ্টু চক্রে আটকে আছে। কিছুতেই যেন মাথা তুলে দাঁড়াতে পারছে না। ফিরতে পারছে না পুরনো ফর্মে। অভিশাপটা ঝেরে ফেলতে বার্সায় ফিরেছেন জাভি হার্নান্দেজ। তবে ফুটবলার হিসেবে। নতুন রূপে। কাতালান জায়ান্টদের কোচ হিসেবে।

সোমবার, ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জাভিকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে বার্সা। এ ফুটবল কিংবদন্তি সেরেছেন চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও। সেই অনুষ্ঠানেই জাভি প্রতিশ্রুতি দিলেন প্রিয় ক্লাবকে সুসময় ফিরিয়ে দেওয়ার। এ জন্য তার চাই জয়। ড্র বা হার নয়। সঙ্গে বার্সার এ নতুন কোচ জানান, তার ডিএনএ এখনো পাল্টে যায়নি। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েই এসেছেন।

বাল্যকালের ক্লাবে ফিরে রোমাঞ্চিত জাভি বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আবেগপ্রবণ হতে চাই না কিন্তু রোমাঞ্চটা অনুভব করছি। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করব। বার্সেলোনা ড্র বা হার মেনে নিতে পারে না। আমাদের সব ম্যাচেই জিততে হবে।’

ফুটবলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটা আদায় করে নেওয়ার জন্য প্রস্তুত হয়েই এসেছেন জাভি, ‘আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ডিএনএ পরিবর্তন হয়নি। আমাদের লাগাম ধরতে হবে, বল দখলে রাখতে হবে, সুযোগ তৈরি করতে হবে, উজাড় করে দিতে হবে। হারিয়ে যাওয়া অনেক কিছুই উদ্ধার করার ব্যাপার আছে আমাদের।’

বার্সেলোনার সফল কোচ পেপ গার্দিওলার সঙ্গে এখনই অনেকে জাভিতে তুলনা করা শুরু করেছেন। সাবেক সতীর্থ ও কোচের সঙ্গে নিজের তুলনাকে সুনজরেই দেখছেন সাবেক এ তারকা মিডফিল্ডার। কাতারি ক্লাব আল-সাদে কোচিংয়ে হাত পাঁকিয়ে আসা জাভি বলেন, ‘যদি তারা আমাকে গার্দিওলার সঙ্গে তুলনা করে, তাহলে এটা খুব ইতিবাচক ব্যাপার। সে এই পৃথিবীর সেরা কোচ। আমি চাপটা বুঝতে পারছি। আমি এখন পৃথিবীর সেরা ক্লাবে আছে। প্রত্যাশাটা দারুণ, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে শিরোপা জেতার জন্য।’

এ সম্পর্কিত আরও খবর