সুয়ারেজের জোড়া গোল, নাটকীয় জয় বার্সার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:51:13

আরেকটু হলে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে হেরেই যাচ্ছিল বার্সেলোনা। তবে অঘটন ঘটেনি, বরং নাটকীয়তা ছড়িয়ে জয় তুলে নিয়েছে ফেভারিটরা। শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে কাতালান ক্লাবটি। তারপরও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় হাসিমুখ বার্সারই।

শনিবার রাতে  প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে লুইস সুয়ারেস করেছেন জোড়া গোল। অার ৩-২ গোলে ভাইয়েকানোকে হারায় বার্সেলোনা।

ম্যাচে এগিয়ে যেতে অবশ্য সময় নেয়নি কাতালান দলটি। ১১তম মিনিটে সতীর্থ জোদি আলবার পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন সুয়ারেস। তবে এরপরই ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। খেলার ৩৫তম মিনিটে গোলেরও দেখা মিলে। প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা এক শটে গোল করেন হোসে পোসো (১-১)।

এরপর একাধিক গোলের সুযোগ মিস করেছে বার্সা। বিশেষ করে ৪১তম মিনিটে সুয়ারেসের শট থেকে ভেসে যাওয়া বল পোস্টে লেগে ফিরে আসে। আবার ৫১তম মিনিটে প্রতিপক্ষের গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেন নি রাফিনিয়া।

তাদের গোল মিসের মহড়া ফাঁকে স্বাগতিকদের এগিয়ে নেন আলভারো গার্সিয়া। তারপর পথ হারিয়ে ফেলে বার্সা। খেলাতেও ছন্দ বলতে তখন কিছুই ছিল না। লিওনেল মেসির অভাবটাও চোখে পড়ছিল। কিন্তু বদলী হিসেবে নামা উসমান দেম্বলে এরইমধ্যে ঠিকই ঝড় তুলেন।

৮৭ মিনিটে তার গোলে ফিরে সমতা। গোলের উৎসটা অবশ্য তৈরি করে দেন জেরার্ড পিকে। তারপর ৯০তম মিনিটে সার্জিও রবের্তোর ভাসানো ক্রসে ডান পায়ের ছোঁয়া সুয়ারেসের। দল পেয়ে যায় জয়সূচক গোল। এনিয়ে এবারের লা লিগায় এটি উরুগুয়ের এই মহাতারকার নয় নম্বর গোল।      

১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। শনিবারের আরেক ম্যাচে লেগানেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। আবার আরেক ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফেভারিটরা।

এ সম্পর্কিত আরও খবর