অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগার যুবাদের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা-আমিরাত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 15:03:14

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ১৪ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল দিয়ে আসর শেষ হবে ৫ ফেব্রুয়ারি। জুনিয়রদের বিশ্বকাপে অনেকটা সহজ গ্রুপেই প্রতিদ্বন্দ্বিতা করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

গ্রুপ পর্বে জুনিয়র টাইগাররা লড়বে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ‘এ’ গ্রুপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগার যুবারা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আগামী ১৬ জানুয়ারি। ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে মেহরাব হোসেন অহীনের দল। গ্রুপের তিনটি ম্যাচই হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।

আসন্ন যুব বিশ্বকাপে খেলবে ১৬টি দল। এবারের আসরে থাকছে সব মিলিয়ে ৪৮টি ম্যাচ।

গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ ‘বি’ : ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা।
গ্রুপ ‘সি’ : পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর