কোচ সোহেলের পরশে বদলে গেছেন তাইজুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:25:38

জাতীয় দলে বিভিন্ন সময়ে রঙ্গনা হেরাথ, ড্যানিয়েল ভেট্টোরিল মতো বিভিন্ন স্পিন কোচের অধীনে কাজ করেছেন তাইজুল ইসলাম। কিন্তু লাভের অঙ্ক ছিল শূন্য। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত স্পিন বোলিং পরামর্শক সোহেল ইসলামের পরামর্শ মেনে নিজের আগের বোলিং অ্যাকশনে ফিরতেই ধরা দিল সাফল্য। পাকিস্তানের বিপক্ষে তারকা এ স্পিনার পেয়েছেন ৭ উইকেট।

দিনের খেলা শেষে স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম জানালেন তাইজুলের সেই সাফল্যের রহস্য, 'খেলাটা দেখলে বুঝতে পারবেন যে, সকাল থেকে উইকেটের যে আচরণ ছিল, এটা খুব যে সহায়ক ছিল স্পিনারদের জন্য, সেটা নয়। যে ধৈর্য নিয়ে সে বল করেছে, ওভারের পর ওভার যে সঠিক নিশানা ছিল, যে শৃঙ্খলা ছিল তার বোলিংয়ে এবং দিনজুড়ে যে মনোযোগ দিয়ে সে বল করেছে, তার সাফল্যের পেছনে এটা বড় কারণ।'

সোহেল ইসলাম জানান, এমন দুর্দান্ত বোলিং দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতির ফসল, 'আমরা অনেকদিন ধরেই এই পরিকল্পনা করছিলাম। মিরপুরে যখন আমাদের স্পিনাররা খেলে, একটা মানসিকতা থাকে যে অনেক আক্রমণাত্মক থাকব বা কিছুক্ষণ পরপরই উইকেট পাব। কিন্তু এই ধরনের উইকেটে (চট্টগ্রাম টেস্টের মতো) বা দেশের বাইরে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকে না অতটা। এজন্যই আমরা গত কয়েক মাস ধরে এটা চেষ্টা করছি যে, এরকম ফ্ল্যাট উইকেটে কিভাবে ধৈর্য ও নিশানা ধরে রেখে ওভারের পর ওভার বল করা যায়।'

মানসিকতা বদলে ফেলায় টাইগার স্পিনারদের মাঝে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন, 'স্পিনারদের মানসিকতায় যে বদলটা এসেছে, এটা একটা বড় ব্যাপার। সব জায়গায় মিরপুরের মতো উইকেট আমরা পাব না। তবে ছেলেরা এই যে শিখছে, এটাই ওদেরকে এগিয়ে নিয়ে যাবে।'

বারবার বোলিং অ্যাকশন বদল করা খুবই কঠিন কাজ। সোহেল বলেন তাইজুল সেই কাজটা করে সাহসিকতার পরিচয় দিয়েছেন, ‘অনেকে অনেক কথা বলেছে অ্যাকশন বদলেছে ইত্যাদি। আমার সাহসী ছেলে সব সময় পছন্দ। যারা এক ধাপ থেকে চিন্তা করে আরেক ধাপে যেতে হলে সে ঝুঁকি নেবে। আমার এমন চরিত্র পছন্দ। ক্যারিয়ারের এমন একটা সময়ে সে সাহসীকতার পরিচয় দিয়েছিল। সে এখন আবার তার আগের অ্যাকশনে ফিরে এসেছে, আবার তার ছন্দ এসে গেছে।’

তাইজুলের মধ্যে বড় খেলোয়াড়ের লক্ষণ খুঁজে পেয়েছেন সোহেল, ‘তার ঝুঁকি নেওয়ার প্রবনতা আমার মনে হয় বড় খেলোয়াড়ের লক্ষণ। আর তার আগের অ্যাকশনটা তো মাশল মেমোরিতে ছিলই। কাজেই আরেকটা অ্যাকশন যোগ করলে খুব খারাপ কিছু হতো বলে মনে হয় না।’

এ সম্পর্কিত আরও খবর