নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে জয় ছিনিয়ে নিতে পারেনি চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দ্য ব্লুজ শিবিরকে রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অনেকটা লড়াই করেই একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ঘণ্টা পূর্ণ হওয়ার চার মিনিট পর মাঠে নামেন পর্তুগিজ ফুটবল মহাতারকা। তবে কোনো গোলের দেখা পাননি।
রোনালদো মাঠে নামার আগে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানইউ। বল দখলে আধিপত্য বিস্তার করে চেলসি। শেষে বিরতির পাঁচ মিনিট পর চেলসির জালে বল জড়িয়ে দেন জ্যাডন সানচো। জর্গিনহোর ভুলে সুযোগটা পেয়ে যায় সানচো। সুযোগটা কাজে লাগিয়ে স্বাগতিক গোরলক্ষক এদুয়ার্দ মেন্ডিকে পরাস্ত করেন সানচো।
পরে ৬৯তম মিনিটে নিজের ভুলটা শুধরে দেন জর্গিনগো। অ্যারন ওয়ান-বিসাকা সেন্টার-ব্যাক থিয়াগো সিলভাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিকের সুযোগটা কাজে লাগিয়ে চেলসিকে সমতায় ফেরান জর্গিনহো।