মেসির হাতে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 21:01:56

আর্জেন্টিনাকে ২৮ বছর পর উপহার দিয়েছেন কোপা আমেরিকা শিরোপা। আর সাবেক ক্লাব বার্সেলোনাকে এনে দেন কোপা দেল রে ট্রফি। সুবাদে বর্ণিল ফুটবল ক্যারিয়ারে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জিতলেন এ ফুটবল জাদুকর।

মেসি ২০২১ সালে করেছেন ৪০ গোল। বার্সার হয়ে করেন ২৮ গোল। পিএসজি’র জার্সি গায়ে পেয়েছেন ৪ গোল। আর আর্জেন্টিনাকে উপহার দেন ৮ গোল।

এবার ব্যালন ডি’অর জয়ের পথে পিএসজি’র সুপারস্টার মেসি পিছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখ মেগাস্টার রবার্ট লেওয়ানডোস্কিকে। ভোটে চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্গিনহো হয়েছেন তৃতীয়। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা পেয়েছেন চতুর্থ স্থান।

সারা বিশ্বের ১৮০জন সাংবাদিকের ভোটে এ বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। অবশ্য করোনাভাইরাসের কারণে গত বছর ফ্রেঞ্চ ম্যাগাজিন দেয়নি এই অ্যাওয়ার্ড।

সুবাদে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দুটি বেশি ব্যালন ডি’অর জিতলেন মেসি। এর আগে মেসি ব্যালন ডি’অর জেতেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। সিআর সেভেন জেতেন পাঁচটি ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে প্রথমবার চালু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি জিতেছেন ইতালির হয়ে ইউরো জেতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। আর বার্সেলোনার ক্যাপ্টেন আলেক্সিয়া পুটেলাস জিতেছেন মেয়েদের ব্যালন ডি’অর।

এ সম্পর্কিত আরও খবর