রেকর্ড ৮০০ গোলের মাইলফলকে রোনালদো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 00:07:47

নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে টপ লেভেলের ফুটবলে ৮০০ গোলের মাইলফলক গড়লেন পর্তুগিজ মহাতারকা।

আর্সেনালের বিপক্ষে বৃহস্পতিবার রাতে জোড়া গোল করে নতুন এই রেকর্ড গড়েন রোনালদো। ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে আর্সেনালকে।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতে স্মিথ রো'র গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। পরে ঘুরে দাঁড়িয়ে রোনালদোর পেনাল্টি গোলে জেতে স্বাগতিক রেড ডেভিলরা। সিআর সেভেনের ডাবল গোলের সঙ্গে ম্যানইউ'র হয়ে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। গানারদের হয়ে বাকি গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্স জানান দিচ্ছিল, নতুন আপদকালীন কোচ রাল্ফ রাঙ্গনিকের প্রেসিং ফুটবল খেলার সঙ্গে হয়তো মানিয়ে নিতে পারবেন না। তবে সিআর সেভেনের জোড়া গোলের পারফরম্যান্স এ জার্মান কোচকে মুগ্ধ করতে যথেষ্ট। 

জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডে দুই স্পেলে গোলের সংখ্যা দাঁড়াল ১৩০। স্পোর্টিং লিসবনে তার গোল ৫টি, রিয়াল মাদ্রিদে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও পর্তুগালের হয়ে ১১৫।

রোনালদো পুরুষদের আন্তর্জাতিক ফুটবল, চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। সার্জি ক্যানোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পার শিবির। টটেনহ্যামের হয়ে বাকি গোলটি করেন সন হিউং-মিন।

এ সম্পর্কিত আরও খবর