আজ রাতেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 09:00:18

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আজ বুধবার, ৮ ডিসেম্বর রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। দেশের ক্রিকেটাররা ফ্লাইট ধরবে রাত ১টায়।

সিরিজ শুরুর জন্য হাতে সময় থাকলেও কঠোর কোয়ারেন্টিন প্রটোকল মানার জন্য বাড়তি সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বিসিবি'র লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান খবরটি নিশ্চিত করে বলেন, ‘রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সে করে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। সর্বমোট ৩০ জনের মতো সদস্য যাচ্ছেন।’

নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে টাইগারদের প্রথম টেস্ট মাঠে গড়াবে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট । 

এ সম্পর্কিত আরও খবর