কেউ আক্রমণাত্মক খেলেনি: মুমিনুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 11:42:00

ঢাকা টেস্টের চতুর্থ দিনে টাইগাররা আগ্রাসী ব্যাটিং করেছেন। দিন শেষে সেটা স্বীকারও করে নিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ফল যা হওয়ার তাই হয়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা গুটিয়ে গেছে মাত্র ৮৭ রানে। দেশের মাটিতে যেটা দলের সর্বনিম্ন স্কোর। 

পঞ্চম ও শেষ দিনেও আক্রমণাত্মক খেলেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই অবাক মুমিনুল হক ব্যাপারটা মানতেই চাইলেন না। 

ক্যাপ্টেন মুমিনুল বলেন, ‘প্রশ্ন শুনে অবাক হয়েছি। না কেউ আক্রমণাত্মক খেলেনি। বলের মেরিট অনুযায়ী যদি রক্ষণই করেন তাহলে রান করবেন কোন সময়। ওরা ৩০০ রান করেছে, আপনি যদি রক্ষণই করেন, তো রান করবেন কখন। যারা আউট হয়েছে তারা ক্যালকুলেটেড রিস্ক নিয়েই শট খেলেছে, যেখানে বল বেশি টার্ন করেন সেখানে রিস্ক নিয়ে না মারলে হয় না।’

প্রথম ইনিংসে দেশের ক্রিকেটারদের বাজে শট খেলে আউট হওয়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘এটা যদি প্রথম ইনিংসের কথা বলেন, দেখেন আমারটাই সিলি মিসটেক ছিল, আমার হয়তো তাড়াহুড়ো করে রান নেওয়া উচিত হয়নি। কিন্তু সবাই মারতে গিয়ে আউট হয়নি। এই উইকেটে মুশফিক ভাই ও লিটনকে সমর্থন করবো। কারণ তখন উইকেটে বল ঘুরছিল অনেক। ওই উইকেটে ওরা যে টার্গেটটা নিয়েছিল যেমন মুশফিক ভাই স্কয়ার অব দ্য উইকেটে মেরেছিল দুর্ভাগ্যবশত সংযোগ হয় নাই।’ 

টপ অর্ডার ব্যাটসম্যানরা ফের ব্যাট হাতে হতাশ করলেন। তাই মুমিনুল কাঠগড়ায় তুললেন শীর্ষের চার ব্যাটসম্যানকে, ‘আমার কাছে মনে হয় পুরো হতাশার। বিশেষ করে প্রথম চারজন ব্যাটসম্যান, মানে এক কথায় বলব খুবই বাজে দিন ছিল গতকাল। এক সেশনে ৭ উইকেট হারিয়েছি। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা খুব বাজে ব্যাট করেছি। এরকম অবস্থায় ফিরে আসা কঠিন।’

এ সম্পর্কিত আরও খবর