চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:03:23

টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না বার্সেলোনার সামনে। কিন্তু বাঁচা মরার সেই লড়াইয়ে হেরেই গেল কাতালান জায়ান্ট ক্লাবটি। 

বায়ার্ন মিউনিখের মাঠে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ১৭ বছরের মধ্যে এই প্রথম টুর্নামেন্টের নকআউট পর্ব মিস করল বার্সা।

২০০৩-০৪ মৌসুমে ইউরোপের সেরাদের আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বার্সা। এরপর থেকে টুর্নামেন্টের শেষ ষোল আর কখনোই মিস করেনি তারা।

বার্সা তাকিয়ে ছিল বেনফিকার ম্যাচের ফলের দিকে। কিন্তু পর্তুগিজ ক্লাবটিও হতাশ করেছে এ স্প্যানিশ জায়ান্টকে। ঘরের মাঠে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে পা রেখেছে বেনফিকা।

বেনফিকার জয়ে কোচ জাভি হার্নান্দেজের দল 'ই' গ্রুপের তৃতীয় স্থানে নেমে গেছে। ফলে এখন ইউরোপা লিগের নকআউট প্লে-অফে মুখোমুখি হবে বার্সা ।

বায়ার্নের হয়ে গোল করেন টমাস মুলার, লেরয় স্যান ও জামাল মুসিয়ালা। ত্রয়ী তারকার গোলে শতভাগ ম্যাচ জিতল বার্সা।

এ সম্পর্কিত আরও খবর