পুরনো এক রেকর্ড ভাঙলেন রবার্ট লেওয়ানডোস্কি। লিখলেন নতুন এক রেকর্ড। পোল্যান্ডের এ তারকা স্ট্রাইকার ২০২১ সালে বুন্দেসলিগায় পেলেন ৪৩তম গোলের দেখা। তাতেই এক বর্ষপঞ্জিকায় জার্মান লিগে গার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লেওয়ানডোস্কি।
১৯৭২ সালে বুন্দেসলিগায় ৪২ গোল করে রেকর্ড গড়ে ছিলেন মুলার। সেই রেকর্ড এতো দিন ছিল তারই দখলে। কিন্তু শুক্রবার রাতে দুরন্ত এক ভলিতে চমৎকার এক গোলের দেখা পেয়ে যান ৩৩ বছরের লেওয়ানডোডিস্ক। তাতেই রেকর্ডটা চলে যায় এই ফুটবল মেগাস্টারের দখলে।
লেওয়ানডোস্কির রেকর্ড গড়ার রাতে গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় অতিথি উলফসবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্নমিউনিখ। এ জয়ে বুন্দেসলিগার দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে পরিষ্কার ৯ পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা।
ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেন টমাস মুলার। তারকা এ মিডফিল্ডার জার্মানির ঘরোয়া লিগের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলে ফেললেন ৪০০তম ম্যাচ। তার ক্যারিয়ারের বিশেষ দিনটি জয়ে রাঙিয়েছে বায়ার্ন। মুলার ম্যাচের সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেন। বিরতির পর সতীর্থ দায়োত উপামেকানোর গোলে করেন সহায়তা। বায়ার্নকে বাকি গোলটি এনে দেন লেরয় স্যান।
অন্য দিকে ইতালিয়ান সেরি এ’তে গোল উৎসব করেছে ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়নরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পয়েন্ট তালিকার তলানীর দল সালেরনিতানাকে। ইন্টারের হয়ে একে একে গোল করেন ইভান পেরিসিক, ডেনজেল ডামফ্রিজ, অ্যালেক্সিস সানচেজ, তাউতারো মার্তিনেজ ও রবার্তো গ্যাগলিয়ারদিনি।