টিভি পর্দায় ঢাকা টেস্টের রোমাঞ্চ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 14:28:20

দেয়ালে পিঠ ঠেকে গেছে মাহমুদউল্লাহ রিয়াদদের। সিরিজ হার বাঁচাতে জিততেই হবে ঢাকা টেস্টে। সিলেটে বিশাল ব্যবধানে পরাজয়ের পর এবার বাড়তি মনোযোগ দিয়ে মাঠে নামছে টাইগাররা। রোববার সকালে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এবার হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই।

ঢাকা টেস্টের সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। প্রতিদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

প্রথম সেশন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা। ৪০ মিনিট লাঞ্চ বিরতি। এরপর দুপুর ১২টা ১০ থেকে ২টা ১০ পর্যন্ত দ্বিতীয় সেশন। তারপর ২০ মিনিট চা বিরতি। ২টা ৩০ থেকে ৪টা ৩০ পর্যন্ত তৃতীয় ও শেষ সেশন। তারপরই শেষ হবে দিনের খেলা।

বাংলাদেশ-জিম্বাবুয়ের এই টেস্ট রোমাঞ্চ দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে প্রতিদিনের খেলা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন, সকাল ৯-৩০ মিনিট
সরাসরি- বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

এ সম্পর্কিত আরও খবর