ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:10:12

আগের দিন ফুটবলীয় কায়দায় নাটক মঞ্চস্থ করেছে বাফুফে। টাইব্রেকার আয়োজনে রীতিমতো অবাক করা কাণ্ড ঘটিয়েছে। মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ার শুরু হয় সার্কাস। স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে গিয়েছিল। মোহামেডানের ফুটবলাররা পোশাক পাল্টে উঠে পড়েন টিম বাসে। আর মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন তো বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলেন। স্বাধীনতার খেলোয়াড়রা ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন বাসের অপেক্ষায়। 

সে অবস্থায় ফুটবলারদের মাঠে এনে টাইব্রেকার আয়োজন করে কর্মকর্তারা। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য সেটা অবশ্য ছিল জরুরি। শেষে টাইব্রেকারে স্বাধীনতাকে ৪-৩ গোলে হারিয়ে 'এ' গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখে মোহামেডান। 

তবে আজ কিছু হয়নি। ফেডারেশন কাপে অনায়াস এক জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলটি ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। দারুণ এ জয়ের সুবাদে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। 

ম্যাচের ২৪তম মিনিটে আরিফুর রহমানের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এভাবে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে তারা। 

ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হতেই দক্ষিণ আফ্রিকার তাওয়ালার গোলে জয়ে সিল মোহর আঁকে চট্টগ্রামের ক্লাবটি। 

এ সম্পর্কিত আরও খবর