করোনামুক্ত মেসি ছুটলেন ফ্রান্সে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 15:28:04

সুখবর দিলেন লিওনেল মেসি। করোনামুক্ত হয়েছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিয়েছেন।

বর্তমান ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) রিপোর্ট করতে আর্জেন্টিনা থেকে রওয়ানা হয়েছেন মেসি। আর্জেন্টিনা গণমাধ্যম জানাচ্ছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দর থেকে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে উঠেন।

এমনিতেই হঠাৎ করে ইউরোপ জুড়ে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস। একের পর এক তারকা ফুটবলার পজিটিভ হচ্ছিলেন। তার মধ্যে লিওনেল মেসি ও তার ক্লাব সতীর্থরা বড়দিনের ছুটি আর নববর্ষের উৎসবে গা এলিয়ে দিয়েছিলেন অসতর্ক হয়ে। কোনো ধরনের করোনা প্রটোকল না মেনেই ঘুরে বেড়িয়েছেন। যে কারণেই করোনা হানা দিয়েছে তাদের শরীরে।

মেসির সঙ্গে প্যারিসের এ জায়ান্ট ক্লাবটির আরও তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এ ফুটবল সুপারস্টারের সঙ্গে করোনাভাইরাস ছোবল মেরেছে হুয়ান বের্নাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজালাকেও।

করোনায় আক্রান্ত হওয়ার তিন দিনের মধ্যে স্বস্তির খবর দিলেন মেসি। উত্তীর্ণ হলেন করোনা পরীক্ষায়। 

এ সম্পর্কিত আরও খবর