জিতল সাকিবের মধ্যাঞ্চল, হারল মুস্তাফিজের দক্ষিণাঞ্চল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:13:01

ছুটি কাটিয়ে দেশে ফিরেই জয়ের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডেতে নতুন মিশন জয় দিয়ে শুরু করেছে তার দল মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলকে তারা হারিয়েছে ২২ রানে। 

শুরুতে ব্যাট করতে নেমে ১৭৭ রানের পুঁজি গড়ে সাকিবের মধ্যাঞ্চল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। 

অন্য ম্যাচে হার মেনেছে মুস্তাফিজুর রহমানের দক্ষিণাঞ্চল (৪২.৪ ওভারে ১৬২)। তাদের বিপক্ষে ১১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল (৩১ ওভারে ১৬৩)।

এ সম্পর্কিত আরও খবর