পান্তর শতকের পরও প্রোটিয়া শিবিরে জয়ের স্বপ্ন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:20:58

দুরন্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে গেছেন রিশব পান্ত। ১৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০০* রানের হার না মানা দুরন্ত ইনিংস খেলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পান্তর সেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেছে ১৯৮ রানে। সফরকারীরা পায় ২১২ রানের লিড। ক্যাপ্টেন বিরাট কোহলির ব্যাট থেকে আসে ২৯ রান। ১০ রান এনে দেন ওপেনার লোকেশ রাহুল। বাকি ব্যাটসম্যানরা থেকে যান সিঙ্গেল ডিজিটে। 

দক্ষিণ আফ্রিকার হয়ে একাই চার উইকেট পান মার্কো জানসেন। তিনটি করে উইকেট নেন ক্যাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি। 

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই দিন হাতে রেখেই জয়ের সুবাস পেয়ে গেছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলে ফেলেছে। কেপটাউনে তৃতীয় টেস্টে জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ১১১ রান।

৪৮ রান নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন কিগান পিটারসেন। ৩০ রান এসেছে ডিন এলগারের ব্যাট থেকে। একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও মোহামেদ শামি। 

প্রথম ইনিংসে ভারতের ২২৩ রানের জবাবে প্রোটিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১০ রানে।

এ সম্পর্কিত আরও খবর