নেপালের সঙ্গে নাটকীয় ড্র মেয়েদের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:57:48

বয়সভিত্তিক নারী ফুটবলে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছে বাংলাদেশ। ট্রফি জয় করেও ফিরছেন মৌসুমী-তহুরা খাতুনরা। অথচ জাতীয় দল সেই যে পথ হারিয়েছে এখন অব্দি জয়ের মুখ দেখছে না। ২০১৭ সালের ২ জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এসেছিল সবশেষ জয়। ৬-০ গোলে মালদ্বীপকে হারানোর পর টানা ৬ ম্যাচে ব্যর্থ। টানা ৫ ম্যাচ হারের পর এবার ড্র করে এক পয়েন্ট পেল মেয়েদের জাতীয় ফুটবল দল।

ড্র দিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের মেয়েদের ফুটবলের বাছাই প্রাথমিক পর্ব শেষ করল বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শেষদিকের নাটকীয়তায় ১ পয়েন্ট পেল দল। নেপালের সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ।

খেলার ১৭তম মিনিটে নিরু থাপা এগিয়ে দেন নেপালকে। মনে হচ্ছিল ম্যাচটা হারতেই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ইনজুরি সময়ের গোলে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসে দল। আঁখি খাতুন ৯৩ মিনিটে বল পাঠিয়ে দেন নেপালের জালে। নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা।

টোকিও অলিম্পিকের বাছাইয়ে মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে ০-৫ গোলে হেরেছিল। পরের ম্যাচে ভারত ৭-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিদের।

এ সম্পর্কিত আরও খবর