তামিমের মনোমালিন্য দূর করতে চান সুজন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 12:21:45

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর খেলতে চান না তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনার এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ফেরার জন্য জোর না করতেও বোর্ড প্রধানের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশের এ ক্রিকেট সুপারস্টার। তামিমের এ সিদ্ধান্ত অভিমান থেকে। সমস্যাটা বুঝেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার সমাধানের জন্য তামিমের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। 

ফরচুন বরিশালের অনুশীলনের ফাঁকে মিরপুরে আজ সুজন বলেন, ‘বায়ো বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনাসামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সাথে খেলা আছে। খেলা শেষে পারলে কথা বলব, আসলেই ওর সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে, যেসব ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে, অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।’

লাল-সবুজের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে তামিমের না খেলার সিদ্ধান্তে অবাক বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হেড কোচ সুজন।

তামিমের সিদ্ধান্ত নিয়ে সুজন বলেন, ‘একটু তো অবাকই আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম, কেন খেলবি না বা কারণ কী। তখন এত কথা হয়নি। আমি বলেছিলাম, আমি ফিরি আগে, তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

তবে তামিমকে কোনো ধরনের চাপ দিতে চান না সুজন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর জায়গায় আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা নয়। তারপরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

তামিম ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না ২০২০ সাল থেকে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে নেই তিনি প্রায় ২ বছর ধরে। 

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তামিম খেলেননি টি-টোয়েন্টি সিরিজে। পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দর্শক হয়ে। নিজেকে প্রত্যাহার করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। ছিটকে যান পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি হোম সিরিজ থেকেও।

এ সম্পর্কিত আরও খবর