টাইগারদের ব্যাটিং কোচ সিডন্স, প্রিন্সও থাকবেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 08:05:18

জেমি সিডন্স ফের বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হচ্ছেন। তবে ব্যাটিং মেন্টর হিসেবে। টাইগারদের সাবেক এ প্রধান কোচ কোন দলের দায়িত্ব পাবেন সেটা ছিল অনিশ্চিত। জাতীয় দল, এ দল, এইচপি, বাংলাদেশ টাইগার্স নাকি অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হবেন এই অস্ট্রেলিয়ান- এনিয়েই ছিল প্রশ্ন। সে অনিশ্চিয়তা কেটে গেছে। জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন সিডন্স। বিসিবি’র সিদ্ধান্ত এখন তেমনটাই।

বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সিডন্সের সাথে চুক্তি নিশ্চিত হয়েছে অনেক আগে। তাকে আমরা ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এখনো চূড়ান্ত হয়নি মেইনস্ট্রিমে কাজ করবেন নাকি অন্য জায়গায় পরামর্শক হিসেবে কাজ করবেন। তবে আমরা বিশেষ করে চাইব মেইনস্ট্রিমেই কাজ করুক।’

সিডন্সের কাঁধে যদি সাকিব আল হাসান-তামিম ইকবালদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব বর্তে তাহলে কি অ্যাশওয়েল প্রিন্স থাকবেন? নাকি তাকে বাদ দেওয়া হবে? জালাল জানান, প্রিন্সের সঙ্গে বিসিবি’র চুক্তির ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রিন্সকে ছাড়ছে না বোর্ড। জাতীয় দলের বদলে অন্য কোনো দলের দায়িত্বে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং কোচকে।

সিডন্সকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে চায় বিসিবি। জালাল জানালেন তেমনটা, ‘জেমি সিডন্স অনেক সিনিয়র কোচ। তার থেকে আমরা অনেক সহায়তা পাব। ব্যাটিং কোচ হিসেবে আসছে, আমরা তাকে ব্যাটিং কোচ হিসেবেই বিবেচনা করছি। ভবিষ্যতে তাকে নিয়ে কী চিন্তা করব না করব তা এখন বলতে পারছি না।’

প্রিন্সকে কোথায় কাজে লাগানো হবে সেটা এখনো ঠিক হয়নি। এনিয়ে জালাল বলেন, ‘প্রিন্সের ভূমিকা কেমন হবে সেটা আমরা পরে দেখব। প্রিন্স অবশ্যই থাকছে, এখনও চুক্তি আছে। তাকে কোথায় কাজে লাগানো যায় সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর