ডি মারিয়া-মার্টিনেজের গোলে জিতল আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:26:40

ব্রাজিল বছরের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ঠিকই জয় তুলে নিয়েছে। নতুন বছরের নতুন মিশনটা জয়ের রঙে রাঙাল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগতিক চিলিকে ২-১ গোলে হারিয়ে দিল লিওনেল মেসিহীন আলবিসেলেস্তে শিবির।

আর্জেন্টিনা গত বছরটা শেষ করেছিল ব্রাজিলের সঙ্গে গোল শূন্য ড্র করে। এবার নতুন বছরের শুরুতেই পেল জয়ের দেখা। করোনা আক্রান্ত কোচ লিওনেল স্কালোনির ডাগআউটে না থেকেও শিষ্যদের কাছ থেকে পেলেন দারুণ উপহার। টানা ২৮ ম্যাচে অজেয় রইল তার দল। 

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি দুইবার এর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ম্যাচের নবম মিনিটর মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় অতিথিরা।

১১ মিনিট পরেই সমতায় ফেরে আর্জেন্টাইনরা। চিলির জার্সি গায়ে গোলটি করজন বেন ব্রেরেটন দিয়াজ। ৩৪তম মিনিটে সফরকারী আর্জেন্টিনাকে জয়সূচক গোল উপহার দিয়ে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেন লাউতারো মার্টিনেজ।

ইতোমধ্যে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৯ জয় আর ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

ব্রাজিলও ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অনেক আগেই। ১৪ ম্যাচে ১১ জয় আর তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছে তারা। 

এ সম্পর্কিত আরও খবর