ক্রোয়েশিয়ার নাটকীয় জয়, রাশিয়াকে উড়িয়ে দিল জার্মানি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:43:47

রাশিয়া বিশ্বকাপের সেই রোমাঞ্চ ধরে রেখেই এগিয়ে এগিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া। বুঝিয়ে দিয়েছে বিশ্বমঞ্চে সাফল্য কোন অঘটন ছিল না। এবার স্পেনের বিপক্ষে মনে রাখার মতো একটা জয় তুলে নিয়েছে দলটি। উত্তাপ ছড়ানো ম্যাচে তারা পেয়েছে নাটকীয় জয়।

তবে এতোটা কষ্ঠ করতে হয়নি জার্মানিকে। তারা একবারে অনায়াসে উড়িয়ে দিল রাশিয়াকে। বৃহস্পতিবার রাতে ৩-০ গোলে জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। প্রীতি ম্যাচে জায়ান্টদের হয়ে গোল তিনটি করেছেন লেরয় সানে, নিকোলাস জুলে অার সার্জ নাব্রি। টানা দুই হারের পর এবার জয়ের মুখ দেখল জার্মানরা।

উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ-৪ -এ শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। যদিও রাশিয়া বিশ্বকাপের রানার্সআপদের সেপ্টেম্বরে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল স্পেন। সেই প্রতিশোধটা এবার নিয়েছে ক্রোয়াটরা। ‘এ’ লিগের গ্রুপ ২-এ বেলজিয়াম ২-০ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে।

স্কোরলাইনই বলে দিচ্ছে বৃহস্পতিবার রাতে উত্তেজনার কমতি ছিল না ম্যাচে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। ৫৪ মিনিটে এসে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের হেড থেকে বদল পেয়ে নিশানা খুঁজে নেন ফরোয়ার্ড আনদ্রেই ক্রামারিচ।

অবশ্য এগিয়ে থাকাটা উপভোগ করতে পারল মাত্র ২ মিনিট। সতীর্থ ইসকোর পাস পেয়ে বল পেয়ে সমতা ফেরান দানি সেবাইয়োস। এরপরের সময়টুকু শুধু টিন ইয়াদভাইয়ের। ৬৯ মিনিটে লুকা মডরিচের ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন এই ডিফেন্ডার। এটিই দেশের হয়ে তার প্রথম গোল।

এরপর ৭৮তম মিনিটে সার্জিও রামোসের স্পট কিকে আবারো সমতা নিয়ে আসে স্পেন। তারপর ইনজুরি সময়ে ইয়াদভাইের আরেকটি গোলেই নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। ড্র হতে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল রাশিয়া বিশ্বকাপে চমক জাগানো দলটি।

এই হারের পরও নেশন্স লিগে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই রয়েছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে এরপরই ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

এ সম্পর্কিত আরও খবর