অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ম্যানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিখের এ তারকা গোলরক্ষক বুন্দেসলিগায় পেয়েছেন ক্যারিয়ারের ৩১০তম জয়। অসাধারণ ফুটবল নৈপুণ্যে নয়ার ছুঁয়ে ফেলেছেন স্বদেশী অলিভার কানের রেকর্ড।
নয়ারের রেকর্ড ছোঁয়ার ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-২ গোলে হারিয়েছে আরবি লিপজিগকে। রোমাঞ্চকর এ জয় দিয়ে পরিষ্কার নয় পয়েন্টে এগিয়ে থেকে তালিকায় শীর্ষেই রইল বায়ার্ন।
নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। ম্যাচের ১২তম মিনিটে টমাস মিলারের গোলে লিড নেয় কোচ জুলিয়ান নাগেলসম্যানের দল। মিনিট ১৫ পরই আন্দ্রে সিলভার গোলে সমতায় ফেরে আরবি লিপজিগ।
বিরতিতে যাওয়ার এক মিনিট আগে এবার গোলের দেখা পেয়ে যান রবার্ট লেওয়ানডোস্কি। পোলিশ এ তারকা স্ট্রাইকার এক ম্যাচ পরই ফিরলেন গোলের ধারায়। কেননা আগের ম্যাচে হার্থা বার্লিনের বিপক্ষে পাননি কোনো গোল। সুবাদে ফের এগিয়ে যায় বায়ার্ন। পরে লিপজিগকে সমতা এনে দেন ক্রিস্টোফার এনকুনকু।
ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার দুই মিনিট আগে দারুণ এক শট নেন সার্জ গনাব্রি। কিন্তু লিপজিগের ফুটবলার জসকো গভারদিওলের গায়ে লেগে বল গতিপথ পাল্টে আশ্রয় নেয় জালে। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।