ফাইনালের সপ্তম মিনিটে পেনাল্টি মিস করেন সাদিও মানে। পরে লিভারপুলের এ তারকা ফরওয়ার্ড পেনাল্টি শ্যুটআউটে সেই ক্ষতিটি পুষিয়ে দেন। তার জয়সূচক স্পট কিকে মিশরকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে সেনেগাল।
দ্য রেড শিবির সতীর্থ মোহামেদ সালাহর দেশ মিশরকে হতাশ করে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতল সাদিও মানের জন্মভূমি সেনেগাল।
নির্ধারিত সময়ে খেলা থেকে যায় গোলশূন্য। অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে অমীমাংসিত ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
এর আগে দুইবার ২০০২ ও ২০১৯ সালে ফাইনাল খেলেও হার মেনেছে সাদিও মানের দল। অবশেষে ৬০ বছরের অপেক্ষা কাটিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে চ্যাম্পিয়ন হলো সেনেগাল।
মহাদেশীয় শিরোপা জেতার রেকর্ডটা বাড়িয়ে আটে নিয়ে যাওয়ার সুযোগ ছিল মিশরের সামনে। আর সালাহর সামনে ছিল প্রথম আফ্রিকান কাপ জয়ের হাতছানি।
ফারাও গোলরক্ষক গাবাস্কি শুধু সাদিও মানের পেনাল্টিই রুখে দেননি। টুর্নামেন্ট জুড়ে টাইব্রেকারে গড়ানো ম্যাচে রূখে দিয়েছেন সব মিলিয়ে চারটি পেনাল্টি। কিন্তু ফাইনালে এসে কিনা তার দলই হেরে বসল।