শেষ ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:19:05

দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল বিশ্বকাপ। শেষও হল সেই দুঃস্বপ্ন সঙ্গী করে। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে হারের যন্ত্রণা নিয়ে আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল সালমা খাতুনের দল। ব্যাটিং ব্যর্থতায় এবারো সর্বনাশ। 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার সকালে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হেরেছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় বোলাররা ফের সফল। তারা দক্ষিণ আফ্রিকাকে ১০৯ রানের বেশি তুলতে দেয়নি। কিন্তু ব্যাট হাতে নারী ক্রিকেটাররা আরো একবার হতাশ করল। পুরো ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পারল মাত্র ৭৯ রান।

দুঃখজনক হলেও সত্য এই রানই এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানে অলআউট হয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। তারপর ইংল্যান্ডের বিপক্ষে দল তুলেছিল ৭৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ৭২ রানে আটকে যায় বাংলাদেশ। সব মিলিয়ে ব্যাটাররা যারপরনাই হতাশ করলেন।

সোমবার ভোরে ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস ভাগ্যটা বাংলাদেশের সঙ্গেই ছিল। তার প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। শুরুতেই ওপেনার লিজেল লি ছোট একটা ঝড় তুলেন। ১৩ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর মারিজান ক্যাপের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান। মনে হচ্ছিল বড় সংগ্রহ গড়বে প্রোটিয়ারা।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের বোলাররা। সালমা খাতুন তার অভিজ্ঞতা দিয়ে কোনঠাসা করে ফেলেন প্রতিপক্ষকে। তার শিকার ৩ উইকেট। এদিন বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি। রুমানা আহমেদ ৫২ উইকেট নিয়ে আছেন শীর্ষে।

জবাব দিতে নেমে সেই আগের মতোই হতাশ করলেন ব্যাটাররা। রান করতে গিয়ে সংগ্রাম করলেন। কিন্তু লাভ হলো না। ওপেনিংয়ে সুযোগ পেয়ে শারমিন আক্তার করেন ৮ রান। আর আয়েশা রহমান ৯ বলে ৩ করে ফিরে সাজঘরে। এদিন উইকেট কম হারালেও রান করতে পারছিল না টাইগ্রেসরা।

ধীর গতিতে ব্যাট করছেন সবাই। ফারজানা হক ৩৬ বল খেলে করেন ১৯ রান। তবে সফল ছিলেন রুমানা। ৪০ বল খেলে তিনি অপরাজিত ৩৪ রানে। অন্যরা সমর্থন দিতে পারলে জয় নিয়েই হয়তো মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ। কিন্তু প্রতিটি ম্যাচই হেরে দেশে ফিরছে নারী ক্রিকেট দল।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১০৯/৯ (ক্যাপ ২৫, লি ২১, ট্রায়ন ১৮, ফন নিকার্ক ১৭, ডু প্রিজ ১৪; সালমা ৩/২০, রুমানা ১/২১, কুবরা ২/১৮, নাহিদা ১/১১, ফাহিমা ১/১৩)।
বাংলাদেশ: ২০ ওভারে ৭৯/৫(শারমিন ৮, আয়েশা ৩, ফারজানা ১৯, নিগার ৪, রুমানা ৩৪*, জাহানারা ০, সালমা ৭*; ড্যানিয়েলস ১/৬, সেকুকুনে ১/১২, ক্লাস ১/১৩, লুস ১/১৫, ফন নিকার্ক ১/১৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী
ম্যাচসেরা: মারিজান ক্যাপ

এ সম্পর্কিত আরও খবর