আজানের ধ্বনি ছুঁয়ে গেছে কামিন্সের হৃদয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:23:04

পাকিস্তান সফরে গেলে আজানের ধ্বনি যে কাউকে মুগ্ধ করবে। যেমনটা হয়েছে প্যাট কামিন্সের ক্ষেত্রে। অনুশীলনের সময় দূর পাহাড়ের কোনো মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি ছুঁয়ে গেছে তার হৃদয়। কোডস্পোর্টসে পাকিস্তান সফর নিয়ে কলাম লিখে নিজের সেই মুগ্ধতার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার এ টেস্ট অধিনায়ক।

তারকা ক্রিকেটার প্যাট কামিন্স আজান নিয়ে লিখেছেন, ‘মঙ্গলবার অনুশীলনের সময় দুর্দান্ত এক মুহূর্ত তৈরি হয়েছিল। দূরের পাহাড় থেকে ভেসে আসা প্রার্থনার সুর (আজান) যেন রাওয়ালপিন্ডির মাটির সঙ্গে মিশে প্রতিধ্বনিত হচ্ছিল।’

পবিত্র জুমার দিন এক ঘণ্টার মধ্যাহ্নভোজ বিরতি থাকবে। এতেও খুশি কামিন্স। কারণ এ থেকে অনেক কিছু শিখতে পারছেন, ‘আমি জানতে পেরেছি, এই সিরিজের প্রতি শুক্রবারের প্রথম সেশনগুলো হবে আড়াই ঘণ্টার। প্রার্থনার জন্য এক ঘণ্টার লাঞ্চ বিরতি থাকবে। কারণ এটা সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ে কিছু না কিছু শিখছি।'

২৪ বছর পর পাকিস্তানে খেলতে গেছে অস্ট্রেলিয়া। সফরে তিন টেস্ট, তিন ওয়ানড ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এখন রাউয়ালপিন্ডিতে চলছে প্রথম টেস্ট। মাঠের লড়াই শুরুর আগে এই মাঠেই অনুশীলন সেরেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

এ সম্পর্কিত আরও খবর