ভারতে নারী ফুটবল দলের তিনজন করোনায় পজিটিভ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:57:40

ভারত সফরে গিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিন জনের মধ্যে একজন ফুটবলার। অন্য দুজন অফিসিয়াল। 

দলের তিনজন পজিটিভ রিপোর্ট পাওয়ায় অনুশীলনের না করে আজ হোটেলে আইসোশলেনে থাকতে হবে দেশের পুরো ফুটবল দলকে।

তবে ধারণা করা হচ্ছে, তিন জনের ফলস পজিটিভ। এজন্য বাংলাদেশ দল টুর্নামেন্টের আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ফের করোনা টেস্টের অনুরোধ জানিয়েছে।

ভারতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আগামীকাল সকালে করোনা টেস্ট করানোর ব্যবস্থা করবে। তবে নেগেটিভ রিপোর্ট পেলেও আগামীকাল মাঠের অনুশীলনের নিশ্চয়তা নেই।

বাংলাদেশ দলের ফুটবলার ও অফিসিয়াল সবাই করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। পজিটিভ রিপোর্ট পাওয়া তিন জনই সুস্থ রয়েছেন। তাদের মধ্যে কোনো ধরনের লক্ষণ নেই। 

সম্প্রতি করোনা পরীক্ষা ছাড়াই ভারত যাওয়ার অনুমতি পায় বাংলাদেশ। যে কারণে লাল-সবুজের প্রতিনিধিরা ভারত সফরে যাওয়ার আগে করোনা টেস্ট করেনি।

এ সম্পর্কিত আরও খবর