জিতেও শিরোপা পেল না দেশের ফুটবল কন্যারা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:29:33

চ্যাম্পিয়ন হতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের সামনে। অলিখিত ফাইনালে জয় ঠিকই ছিনিয়ে নিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু লিগ পর্বের শেষ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে লাভ হলো না। দরকার যে ছিল ২-০ গোলের জয়। তাই তো ম্যাচ হেরেও সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের উল্লাসে মাতে স্বাগতিকরা।

এ ম্যাচ জেতায় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ভারতের সমান ৯ পয়েন্ট। এ কারণে বিবেচনায় নেয়া হয় দুদলের মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধান।

কিন্তু লিগ পর্বের প্রথম দেখায় চ্যাম্পিয়ন ভারতের কাছে ১-০ গোলে হেরে ছিল দেশের মেয়েরা। ফলে মুখোমুখি লড়াইয়ে দুদলের গোল স্কোরিং সমান। এ কারণে শিরোপা নির্ধারণে পুরো টুর্নামেন্টের গোল ব্যবধান বিবেচনায় নেয়া হয়। 

এতেই শেষ হাসিটা হেসেছে ভারত। তাদের গোল ব্যবধান ১২। আর বাংলাদেশের গোল ব্যবধান ৩। এই হিসাবেই শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারত। জামশেদপুর স্টেডিয়ামে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। 

লড়াইয়ের ৭৪তম মিনিটে দারুণ এক আক্রমণে বক্সের মধ্যে থেকে কোণাকুণি শটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন আকলিমা আক্তার।

গত ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর