আবাহনীর রেকর্ড নাকি বসুন্ধরার বাজিমাত?

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:34:58

অভিজ্ঞতা কিংবা রেকর্ড দুটোতেই দুই দলের মধ্যে রাজ্যের দূরত্ব! এক দল নবাগত। মাত্রই নাম লিখিয়েছে ফেডারেশন কাপ ফুটবলে। আরেক দল রেকর্ডের সামনে দাঁড়িয়ে। শুক্রবার ছুটির দিনে বসুন্ধরা কিংসকে হারাতেই পারলেই অনন্য এক রেকর্ড গড়বে আবাহনী লিমিটেড। সবচেয়ে বেশিবার মৌসুম শুরুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধানমন্ডির ক্লাবটির সামনে। আর প্রথমবার অংশ নিয়েই বাজিমাতের অপেক্ষায় বসুন্ধরা কিংস!

এই দুই দলের মহারণ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরু বিকাল সাড়ে ৪টায়।

ইতিহাস জানাচ্ছে- ফেডারেশন কাপে এখন অব্দি ১০টি করে শিরোপা নিয়ে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং আর আবাহনী। শুক্রবার জিতলেই তারা পেছনে ফেলবে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

তবে লড়াইটা মোটেও সহজ হবে না। প্রথমবার ময়দানে নামার আগেই শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়েছে দলটি। আবাহনী গ্রুপ পর্বে এক ম্যাচ হারের তিক্ত স্বাদ পেলেও এখনো অজেয় বসুন্ধরা কিংস। মোহামেডানকে ৫-২ গোলে হারিয়ে শুরু। তারপর শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো জায়ান্টের স্বপ্ন ভেঙে উঠে এসেছে ফাইনালে।

তাইতো ট্রফি জয় ছাড়া অন্য কোন ভাবনাই নেই দলটির। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হলেন দলের সহকারী কোচ আবু ফয়সাল আহমেদ। যেমনটা বলছিলেন তিনি, ‘আমাদের লক্ষ্যই চ্যাম্পিয়ন হবো। আবাহনীর মতো জায়ান্টকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চাই আমরা।’

তাদের বড় অস্ত্র বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। আছেন তৌহিদুল আলম সবুজ, কিরগিজস্তানের বখতিয়ায় দুইশবেকভ ও ব্রাজিলের মার্কোস সিলভা। যারা মুহুর্তেই ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে পারেন।

তবে কথার মতো মাঠের লড়াইটা সহজ হবে না। আবাহনী বরাবরই শক্তিশালী এক দল। এবারো দুর্দান্ত খেলেই দলটি পেয়েছে ফাইনালের টিকিট। গ্রুপ পর্বে তেমন চেনা না গেলেও সময় গড়াতেই চেনা ছন্দ খুঁজে নিয়েছে দলটি।

বিশেষ করে দলের তারকা সানডে চিজোবা আছেন দারুণ ছন্দে। এরইমধ্যে হ্যাটট্রিকও পেয়েছেন তিনি। অধিনায়ক শহিদুল আলম সোহেল জানিয়ে রাখলেন, ‘ট্রফি জয়ের জন্যই মাঠে নামবো আমরা। প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজের খেলাটাই খেলে যাবো।’

আবাহনীর ভরসা সানডের সঙ্গে ওয়ালী ফয়সাল, তপু বর্মন, নাসিরউদ্দিন চৌধূরী, সুশান্ত ত্রিপুরার আর স্পেনের হোর্হে গতো। সব মিলিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার জমজমাট এক ম্যাচের মঞ্চ তৈরি!

এ সম্পর্কিত আরও খবর