রূপগঞ্জের জার্সিতে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হবেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 00:50:44

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। জাতীয় দল আর পারিবারিক ব্যস্ততা শেষে টুর্নামেন্টের সুপার লিগ পর্বে মোহামেডানের জার্সি গায়ে জড়ানোর কথা ছিল বিশ্বসেরা এ অলরাউন্ডারের। 

দুর্ভাগ্য এবার সুপার লিগের টিকিট পায়নি মোহামেডান। ব্যর্থ মিশনে ছিটকে গেছে আসরের লিগ পর্ব থেকে। তাই মোহামেডানের বদলে লিজেন্ডস অব রূপগঞ্জের ডিপিএল মাতাবেন সাকিব।

রূপগঞ্জের হয়ে সুপার লিগে চার খেলতে ম্যাচে মাঠে নামবেন সাকিব। এই চার ম্যাচ খেলেই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে চান বাঁহাতি এ ক্রিকেটার। আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন সাকিব নিজে।

ঢাকায় বিমানবন্দরে পা রেখেই মাঠে নামার সিদ্ধান্তের কথা জানান সাকিব, ‘একদম হঠাৎ করে সিদ্ধান্ত (দলবদল) নেওয়া। এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। যেহেতু ভাবলাম একটা সুযোগ আছে খেলার। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজটা আছে, এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’

ক্রিকেটের সঙ্গে গ্যাপটা দূর করতেই সুপার লিগে খেলবেন সাকিব, ‘যেহেতু অনেকদিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় এক মাসের গ্যাপ হয়ে গেল যে ক্রিকেট খেলি নাই। তো সুপার লিগের এই চারটি ম্যাচ খেলতে পারি তো খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সে জন্যই সুযোগটা নেওয়া।’

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিলেন সাকিব, ‘সন্দেহর তো কোনো ইয়ে (কারণ) ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো জরুরি থাকতো তো অবশ্যই সেটা অন্য জিনিস। এখন অবশ্যই ভালো অনুভব করছি, এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে পরবর্তী যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ ১৫ মে শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে মাঠে গড়়াবে ঢাকায়।

এ সম্পর্কিত আরও খবর