তিন বছর পর হঠাৎ টেস্টে ফিরলেন মোসাদ্দেক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 13:13:56

হঠাৎ করেই মোসাদ্দেক হোসেন সৈকত ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট দলে। ২০১৯ সালের মে-তে সর্বশেষ দেশের হয়ে সাদা পোশাকে খেলেছেন এ অলরাউন্ডার। সে হিসেবে তিন বছর পর টেস্ট দলে ফিরলেন মোসাদ্দেক।

হাতের চোট নিয়ে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। তারকা এ অলরাউন্ডারের বদলে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ ১৫ মে শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে মাঠে গড়াবে ঢাকায়।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস থাকা সাপেক্ষে) ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এ সম্পর্কিত আরও খবর