‘দল ধরে নিয়েছে সাকিব নেই, তবে খেললে প্লাস পয়েন্ট’

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 03:15:40

মাত্রই করোনামুক্ত হলেন সাকিব আল হাসান। তাই আলোচনা শুরু হয়ে গেছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার চট্টগ্রাম টেস্টে খেলবেন কি না। বিষয়টি সাকিবের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (১৩ এপ্রিল) চট্টগ্রামে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। খেলাটা টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টি হলে ওর জন্য সহজ হতো। তবে সাকিব খেলতে চায় কি না, এটা পুরোপুরি ওর ওপর নির্ভর করবে।’

সাকিবকে দলে পাওয়াটা সুখবরই হবে- এমনটা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব কিন্তু অনুশীলনের মধ্যে নেই। সে দলের সঙ্গে যোগ দেওয়ার পর ট্রেনার, ফিজিও- যারা আছেন, তারা তাকে দেখবেন। তবে দল ধরে নিয়েছে সাকিব নেই। এর পরও যদি খেলে, সেটি প্লাস পয়েন্ট।’

এদিকে শুক্রবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সাকিব করোনামুক্ত হয়েছেন। এখন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

অবশ্য বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব নাকি চট্টগ্রাম টেস্টে খেলতে চান। আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও খবর