সাকিব চাইলে খেলতে পারবে: পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:20:19

মাঠের বাইরের লড়াইয়ে করোনাকে হারিয়েছেন সাকিব আল হাসান। অদৃশ্য এ শত্রুকে পরাজিত করলেও খেলার জন্য পুরোপুরি ফিট নন। যেকারণে টিম ম্যানেজমেন্ট বিশ্বসেরা এ অলরাউন্ডারকে বাইরে রেখেই দল গঠনো মনোযোগী এখন। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ শুক্রবার হেলিকপ্টার যোগে চট্টগ্রাম পৌঁছে ব্যাপারটা পরিষ্কার করেছেন। জানান, টিম ম্যানেজমেন্ট ধরেই নিয়েছে সাকিব খেলছেন না। 

পাপন বলেন, ‘ওর সাথে যে কথাটা হয়েছে যে ও নেগেটিভ হলে এখানে আসবে এবং এখানে ব্যাপারটা হচ্ছে ও কিন্তু অনুশীলনে নাই, খেলার মধ্যে নাই। প্লাস ওর ফিজিক্যাল কন্ডিশন, ও বলেছে ও সুস্থ বোধ করছে। কিন্তু এটা পুরোটাই হচ্ছে মেডিকেল ইস্যু। এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস ট্রেনার যারা আছে তারাই ওকে বিচার করবে। সে শুধু কালকে একদিন অনুশীলন করার সুযোগ পাবে। আজকে যদি এখানে আসতে পারতো তাহলে আজকে অনুশীলনে জয়েন করতে পারতো।’

বোর্ড প্রেসিডেন্ট আরও জানান, ‘হয়তো সে খেলতে পারে আবার নাও খেলতে পারে, মানে এটা আসলে বলাটা মুশকিল। ওর ওপর নির্ভর করছে, টিমের উপর নির্ভর করছে এবং মেডিকেল টিমের উপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা, এটা যদি একদিনের ফরম্যাট হতো আমরা বলতাম খেলো।’

শেষে সিরিজের প্রথম টেস্টে খেলা না খেলার সিদ্ধান্ত নিবে সাকিবই, ‘এটা পাঁচ দিনের খেলা, আমরা চাইবো না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির ইস্যু হয়। সেজন্য আমরা সাবধানে যাব, এবং ওর ওপর পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ও যদি খেলতে চায়, তাহলে ও খেলবে, ওকে তো না করার কোনো সুযোগ নেই।’

১৫ মে প্রথম টেস্ট। তার আগে প্রস্তুতির জন্য সময় নেই বললেই চলে। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেও দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব। আজ সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে তারকা এ স্পিনারের।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বিসিবি সভাপতির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। সাকিবের বিকল্পও ভাবনায় রেখেছে স্বাগতিক শিবির। ইয়াসির আলী রাব্বীকে পেছনে ফেলে দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে মোসাদ্দেক হোসেন।

রাসেল ডমিঙ্গো বলেন, ‘সে (মোসাদ্দেক) আমাদের নির্বাচনের ভাবনায় আছে। সে বোলিং করতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য বিবেচনায় আছে।’

এ সম্পর্কিত আরও খবর