টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 15:39:18

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন নাঈম হাসান। সেই ইনজুরি নিয়েই বোলিং করেন তিনি। পরে এক্স-রে করে দেখা যায়, নাঈমের আঙুলে চিড় ধরেছে। 

এই চোটের জন্য মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন ২২ বছর বয়সী এ স্পিনার। তবে নাঈমের বদলি ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি বিসিবি।

চোটের কারণে এর আগে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। এবার দল থেকে ছিটকে গেলেন নাঈম। 

১৫ মাস পর জাতীয় দলে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ঘূর্ণি জাদু দেখান এ অফ স্পিনার। ক্যারিয়ারের প্রথম ইনিংসে দেশের হয়ে শিকার করেন ছয় উইকেট। এক ম্যাচ খেলেই ফের দল থেকে ছিটকে পড়লেন তিনি। 

আগামী ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এ সম্পর্কিত আরও খবর