হোটেল কক্ষে নারী অতিথি! মিশারাকে শ্রীলঙ্কায় ফেরত পাঠাল দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:35:57

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ এখনও শেষ হয়নি। চলছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু তারপরও নিয়ম ভঙ্গের অভিযোগে দেশে ফিরতে হলো লঙ্কান ক্রিকেটার কামিল মিশারাকে।

আজ মঙ্গলবার লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি এখন শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আছেন। তাকে দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’

বাংলাদেশ সফরে আসা ১৮ সদস্যের লঙ্কান দলে ছিলেন কামিল মিশারা। তবে চট্টগ্রামের পর ঢাকা টেস্টের একাদশেও জায়গা পাননি তিনি। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরিজ চলাকালীন এই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দিয়েছে সফরকারী দল।

শ্রীলঙ্কা ক্রিকেট বিস্তারিত না জানালেও সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মিশারা টিম হোটেলে নিজের কক্ষে ‘অতিথি’ আমন্ত্রণ জানিয়েছিলেন। যা দলীয় আচরণবিধির পরিপন্থি। শোনা যাচ্ছে, ব্যাপারটা নারী ঘটিত। তার কক্ষে গিয়েছিলেন একজন নারী অতিথি। সেই অপরাধেই মিশারাকে দেশে পাঠিয়ে দিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

এ সম্পর্কিত আরও খবর