বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:15:53

মিরপুরে হানা দিয়েছে বৃষ্টি। প্রকৃতির বাধায় বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা এখন বন্ধ রয়েছে। 

মধ্যাহ্নভোজের সময় বৃষ্টি এসে বাগড়া দিয়ে বসে। খেলা আর মাঠে গড়়ায়নি। মাঠ ভেজা থাকায় চা বিরতির পরও খেলা শুরু করা যায়নি। দিনের দ্বিতীয় সেশন পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে।

আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে জানিয়েছেন বিকেল ৪টায থেকে ফের শুরু হবে খেলা। শেষ সেশনে দুই ঘণ্টার মতো খেলা হতে পারে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে অতিথি শ্রীলঙ্কা। টাইগাররা এখনও ১৫৫ রানে এগিয়ে রয়েছেন। ব্যাটিং করে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস (২৫) ধনাঞ্জয়া ডি সিলভা (৩০)।

ফেরার আগে করুনারত্নে ১৫৫ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৮০ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস।

তার আগে দুই উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে ৭০ রানে অপরাজিত থেকে যান করুনারত্নে। কাসুন রাজিথা রানের খাতা না খুলেই তাকে সঙ্গ দিয়ে যান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন।

মুশফিকুর রহিম ও লিটন দাসের দুরন্ত সেঞ্চুরিতে প্রথম বাংলাদেশ গড়েছে ৩৬৫ রান। 

এ সম্পর্কিত আরও খবর