ইয়াসিরের ১৪ উইকেট, দুবাই টেস্ট পাকিস্তানের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:33:41

জয়ের মঞ্চ প্রস্তুতই ছিল পাকিস্তানের। স্পিন আক্রমণের সামনে কোনঠাসা হয়ে পড়েছিল নিউজিল্যান্ড। ম্যাচ বাঁচানোটা যখন মিশন ইমপসিবল তখন লড়তেও পারেনি সফরকারীরা। ইনিংস ব্যবধানে হার এড়াতে চাই ১৯৭ রানের লক্ষ্য নিয়ে মঙ্গলবার সকালে ব্যাট করতে নেমেছিল তারা। কিন্তু আবারো সেই ইয়াসির শাহর ঘূর্ণি মায়াজাল। ব্যবধানটা শুধু কিছুটা কমাল কিউইরা। শেষ পর্যন্ত দুবাই টেস্টের চতুর্থ দিনেই ৩১২ রানে শেষ তাদের দ্বিতীয় ইনিংস। ১৪ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।

নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানে হারাল পাকিস্তান। তারই পথ ধরে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল সরফরাজ আহমেদের দল। এর আগে আবুধাবি টেস্টে জয়ের কাছে গিয়েও ৪ রানে হেরেছিল পাকিস্তান।

জয়ের নায়ক নিশ্চিত করেই ইয়াসির। প্রথম ইনিংসে নেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট। ১৮৪ রান খরচে ম্যাচে ১৪ শিকার এই স্পিনারের। এই সাফল্যে ছুঁয়ে ফেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে। যিনি এখন দেশটির প্রধানমন্ত্রী। ১৯৮২ সালে লাহোর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছিলেন ইমরান।

দুবাই টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের সামনেই কুপোকাত নিউজিল্যান্ড। ম্যাচে স্বাগতিকরা ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে। এরপর জবাবে ৯০ রানে ১ম ইনিংস শেষ নিউজিল্যান্ডের। ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে লড়লেন শুধু রস টেলর (৮২) ও হেনরি নিকোলস (৭৭)। এরপর দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে অলআউট কিউইরা।

আগের দিন ২১ বলের মধ্যে ৬ উইকেট নেন ইয়াসির। সব মিলিয়ে সোমবার তুলেন ১০ উইকেট। ১৯৯৯ সালে অনিল কুম্বলে সর্বশেষ টেস্টের একদিনে ১০ উইকেট নিয়েছিলেন। টেস্টে এক ইনিংসে ১০ উইকেট দ্বিতীয় নেওয়ার দ্বিতীয় কীর্তি গড়েন ইয়াসির। শেষটাতেও দাপট দেখিয়ে তিনিই ম্যাচসেরা।

৩ ডিসেম্বর আবুধাবিতে শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৪১৮/৫ ইনিংস ঘোষণা
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯০/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (ফলোঅন) ১১২.৫ ওভারে ৩১২/১০ (ল্যাথাম ৫০, টেলর ৮২, নিকোলস ৭৭, ওয়াটলিং ২৭, ডি গ্র্যান্ডহোম ১৪, সোধি ৪, ওয়েগনার ১০, প্যাটেল ৫*, বোল্ট ০; হাসান ৩/৪৬, ইয়াসির ৬/১৪৩, বিলাল ১/৬১
ফল: পাকিস্তান ইনিংস ও ১৬ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির শাহ

এ সম্পর্কিত আরও খবর