আগামী নভেম্বরে ৩৬ এ পা দিতে যাচ্ছেন সানিয়া মির্জা। বয়সটা বেড়ে যাওয়ায় টেনিস ক্যারিয়ারকে বিদায় বলে দেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। তাই তো এবারের পর উইম্বলডনের আর দেখা যাবে না তাকে।
ক্যারিয়ারের শেষ উইম্বলডন আসরটা সানিয়া শেষ করতে চান শিরোপা জিতে। সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় এ টেনিস সেনসেশন।
মেয়েদে দ্বৈত ইভেন্টের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন সানিয়া। তবে মিশ্র দ্বৈতে উঠে গেছেন সেমি-ফাইনালে।
কোয়ার্টার-ফাইনালে ৬-৪, ৩-৬ ও ৭-৫ গেমে জিতেছেন সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিকের সঙ্গে জুটি বেঁধে। উইম্বলডনের মিশ্র দ্বৈতে এটাই হায়দরাবাদ কন্যার সেরা সাফল্য।
ফাইনালে উঠার লড়াইয়ে নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিক জুটির বিপক্ষে লড়বেন সানিয়া ও তার পার্টনার।