টাইগারদের পুঁজি ২৫৬

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:46:48

ব্যাট হাতে দাপট দেখিয়েছেন আফিফ হোসেন ও এনামুল হক বিজয়। দুজনেই হাঁকিয়েছেন দাপুটে দুটি ফিফটি। দুজনের ব্যাটিং নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।

শুরু থেকে হাসল এনামুল হক বিজয়ের ব্যাট। ৭১ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৬ রানের দুরন্ত এক ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ৮১ বলে ৬ বাউন্যডারি ও ২ ছক্কায় উপহার দেন হার না মানা ৮৫ রানের দুর্বার এক ক্রিকেটীয় ইনিংস। তবে মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট মেজাজে খেলে ৬৯ বলে দলীয় স্কোরে যোগ করেন ৩৯ রান। দলের পাঁচজন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন। অভিষিক্ত এবাদত অবশ্য অপরাজিত থেকে যান

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ব্রাড ইভান্স ও লুক জংওয়ে। একটি করে উইকেট পান রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা।

এ সম্পর্কিত আরও খবর