জামাল ভূঁইয়ার গোলে শুরু সাইফ স্পোর্টিংয়ের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:14:21

জয় দিয়েই ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবল শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে টিম বিজেএমসিকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। শনিবার টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ৮৬ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। এই মৌসুমে ফেডারেশন কাপেও বিজেএমসিকে হারিয়েছিল (৩-১ গোল) তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে অবশ্য শুরু থেকেই দুর্দান্ত খেলেছে সাইফ স্পোর্টিং। তারপরও গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে শুরুতেই অবশ্য স্রোতের বিপরীতে এগিয়ে যেতে পারতো বিজেএমসি। মোবারক হোসেনের ভাসানো ক্রসে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক শট নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষক জিয়াউর রহমান সেই প্রচেষ্টা সফল হতে দেননি।

একইভাবে ৭৩তম মিনিটে হতাশ হতে হয় সাইফ স্পোর্টিংকেও। এবার ইয়াসিন আরাফাতের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরমধ্যে অবশেষে ৮৬তম মিনিটে এসে দেখা মেলে গোলের। ডি বক্সের বাইরে থেকে জামালের অসাধারণ ফ্রিকিক থেকে বল উড়ে গিয়ে আশ্রয় নেয় বিজেএমসির জালে (১-০)।

এর আগে শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অনেকেই।

এবারের ওয়ালটন স্বাধীনতা কাপে অংশ নিচ্ছে- ঢাকা আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, টিম বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, নোফেল স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস।

এ সম্পর্কিত আরও খবর