চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে বার্সা-বায়ার্নের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 19:58:24

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বার্সেলোনার। গত মৌসুমে গ্রুপ প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের কাছে হেরে ইউরোপসেরার মঞ্চ থেকে নেমে যায় ইউরোপা লিগে।

আগের মৌসুমে তো জার্মান জায়ান্টের কাছে ৮-২ গোলে হারের লজ্জায় ডুবেছিল কাতালানরা! সেই বায়ার্ন মিউনিখকে এবারও চ্যাম্পিয়নস লিগে নিজেদের গ্রুপে পেয়েছে বার্সা।

বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র থেকে জানা গেল এই তথ্য। সঙ্গে ঠিক হয়েছে এবারের মৌসুমে গ্রুপ পর্বে অন্যরা কাকে মোকাবেলা করবে।

আসরের মৃত্যুকূপে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের লড়াই জমবে ইন্টার মিলানের সঙ্গে। এই ‘সি’ গ্রুপের চতুর্থ দল ভিক্তোরিয়া প্লাজেন।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ‘এফ’ গ্রুপে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে আরবি লাইপজিগ, শাখতার দনেৎস্ক ও সেল্টিক।

মেসি-নেইমারদের পিএসজি ‘এইচ’ গ্রুপে লড়বে প্রতিপক্ষ জুভেন্টাস, বেনফিকা ও মাকাবি হাইফার বিপক্ষে।

চ্যাম্পিয়নস লিগে কে কোন গ্রুপে

গ্রুপ এ- আয়াক্স, লিভারপুল, নাপোলি ও রেঞ্জার্স।

গ্রুপ বি- পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন ও ব্রুগা।

গ্রুপ সি- বায়ার্ন, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন।

গ্রুপ ডি- আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন ও মার্সেই।

গ্রুপ ই- এসি মিলান, চেলসি, আরবি সালজবুর্গ ও ডায়নামো জাগরেব।

গ্রুপ এফ- রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দনেৎস্ক ও সেল্টিক।

গ্রুপ জি- ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ডকে ও কোপেনহেগেন।

গ্রুপ এইচ- পিএসজি, জুভেন্টাস, বেনফিকা ও মাকাবি হাইফা।

এ সম্পর্কিত আরও খবর