নিজের সেরা সময়টা কি তিনি পেছনে ফেলে এসেছেন? তুমুল সম্ভাবনা নিয়ে পথচলা শুরু হয়েছিল গলফার সিদ্দিকুর রহমানের। শুধু দেশেই নয়, সাফল্য ধরা দিয়েছিল বিদেশের গলফ কোর্সেও। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জিতে আলোড়ন তুলেছিলেন। কিন্তু এখন আর সেই ছন্দের দেখা নেই।
তবে এবার ১১ লাখ ৪০ হাজার ডলার প্রাইজমানির মরিশাস ওপেনে যৌথভাবে ২০তম হয়েছেন বাংলাদেশের এই গলফার।
অবশ্য রোববার চতুর্থ রাউন্ডে ঘুরে না দাঁড়ালে অবস্থাটা আরো নিচের দিকেই হতো পারতো। শেষ পর্যন্ত নিজেকে ফিরে পেয়ে ফোর সিজন গলফ ক্লাব কোর্সে সাতটি বার্ডি আর একটি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে নয় শট কম খেলে আরও দুই জনের সঙ্গে ২০তম হলেন এই গলফার।
গতবার দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেও এবার লড়লেন চতুর্থ রাউন্ড পর্যন্ত। অবশ্য তারও আগের বছর মরিসাসে চমক দেখিয়েছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় হয়ে দেশে ফিরেছিলেন।
রোববার শুরুর দুই রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেই পিছিয়ে পড়েন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ রাউন্ডে সেই ধাক্কা সামলে উঠেন তিনি। আর ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের কিতাইয়ামা কুর্তো।