আলকারাসের হাতেই রুপালি ট্রফি

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 11:57:04

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাস। এই ১৯ বছর বয়সী ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেই গড়েছেন একটি রেকর্ড। টেনিস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তিতে নিজের নাম লিখেছেন তিনি।

রোববার ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে নরওয়ের ২৩ বছর বয়সী তরুণ ক্যাস্পার রুদের বিপক্ষে স্প্যানিশ তরুণ আলকারাস জয় ছিনিয়ে নিয়েছেন ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১) ও ৬-৩ গেমে।

আলকারাসের আগে সর্বকনিষ্ঠ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ছিলেন লেটন হিউয়েট। ২০০১ সালে ২০ বছর বয়সে এই অস্ট্রেলিয়ান পেয়েছিলেন নাম্বার ওয়ানের তকমা।

চ্যাম্পিয়ন হয়ে যারপরনাই উচ্ছ্বসিত আলকারাস বলেন, ‘ছেলেবেলা থেকেই এমন কিছুর স্বপ্ন দেখে আসছি, বিশ্বের এক নম্বর হব, গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতব। আমার পরিবার, আমার দলের সঙ্গে যে কঠোর পরিশ্রম করেছি, সেটিরই পুরস্কার এই ট্রফি।’

এ সম্পর্কিত আরও খবর