লেভার কাপ খেলেই অবসরে যাচ্ছেন ফেদেরার

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 23:26:03

বর্ণিল টেনিস ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন রজার ফেদেরার। চলতি মাসেই চলে যাবেন অবসরে। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপে খেলেই হাতের র‌্যাকেট তুলে রাখবেন সুইজারল্যান্ডের এ কিংবদন্তি।

অনেক দিন ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন ফেদেরার। ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছিল না এ সুইস মহাতারকাকে। আঠার মতো পেছনে লেগে থাকা চোট থেকে সেরে উঠতেই এই সিদ্ধান্ত ২০ গ্র্যান্ড স্ল্যাম।

অবসরের কারণ সম্পর্কে ইনস্টাগ্রাম পোস্টে ফেদেরার লিখেছেন, 'আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার।’

টেনিসকে গুডবাই বলে দিয়ে ফেদেরার আরও জানান, ‘আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।'

চ্যারিটি বা প্রদর্শনীমূলক টেনিস ছাড়া আর কখনো র‌্যাকেটটা হাতে তুলবেন না। জানালেন সাবেক নাম্বার ওয়ান ফেদেরার, ‘আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে আরও টেনিস খেলব, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়। আর কোনো গ্র্যা্ন্ড স্ল্যাম কিংবা কোনো ট্যুরে খেলব না।’

এ সম্পর্কিত আরও খবর