কাতার বিশ্বকাপ: খেলা দেখতে আসা দর্শকরা পাবেন বিনামূল্যে চিকিৎসা

ফুটবল, খেলা

তাইফুর রহমান, বার্তা২৪.কম, কাতার | 2023-08-28 12:21:45

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবল প্রেমী লাখ লাখ উৎসুক দর্শক অপেক্ষা করছেন কাতারের এই আসরে যুক্ত হবার জন্য।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২২ ফিফা বিশ্বকাপের খেলা উপভোগ করতে আসা দর্শকদের সব রকম সুযোগ - সুবিধার বিষয় মাথায় রাখছে কাতার বিশ্বকাপ আয়োজক টিম।

এরই মধ্যে বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। টুর্নামেন্ট চলাকালে কাতারের হামাদ মেডিকেল করপোরেশনের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে দর্শকদেরকে জরুরি চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে । ফলে কোনো বাড়তি খরচ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা পাবেন আগত অতিথিরাসহ দর্শকরা।

বিশ্বকাপ চলাকালীন কাতারে আসা দর্শকরা কাতারের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বিনামূল্যে সেবা নিতে পারবে। তবে দর্শকদের অবশ্যই তাদের হায়া কার্ড দেখাতে হবে।

উল্লেখ্য, এ বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার ফুটবল বিশ্বকাপকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে চলছে টানটান উত্তেজনা। নানান রকম সব আয়োজনের মুখরিত আছে কাতারের জনপদ, এরই মধ্যে দর্শকদের জন্য কাতার দিয়ে যাচ্ছে নানা ধরনের সব সুযোগ সুবিধা।

এ সম্পর্কিত আরও খবর