বিশ্বকাপ উপলক্ষে কাতারে প্রতিদিন চলবে ৫০০ ফ্লাইট

ফুটবল, খেলা

তাইফুর রহমান, বার্তা২৪.কম, কাতার | 2023-08-25 00:21:29

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারে ভ্রমণ করবে লাখ লাখ পর্যটক। সেটা মাথায় রেখে কাতার বিমান কর্তৃপক্ষ কমিয়ে এনেছে তাদের অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট। শুধু যারা বিশ্বকাপে অংশ নেবে সেসব দেশের পর্যটকদের জন্য করা হয়েছে সব বিশেষ ব্যবস্থা।

বাড়ানো হয়েছে ফ্লাইট। চার্টার ফ্লাইট ও প্রাইভেট জেটের ব্যবস্থাও থাকছে পর্যটকদের জন্য। ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে আয়োজক দেশ কাতার সেরে ফেলেছে তাদের সব রকম প্রস্তুতি।

বিশ্বকাপ উপলক্ষে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেট করা হচ্ছে দুই ধরনের ফ্লাইট। যেখানে পর্যটকদের জন্য থাকবে দৈনিক ৫০০ ফ্লাইটের ব্যবস্থা। এর বাইরেও থাকছে চার্টার ফ্লাইট ও প্রাইভেট জেটের ব্যবস্থাও।

৫ কনফেডারেশনের মোট ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে কাতার বিশ্বকাপে। এই ৩২ দলের ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই যাবেন কাতারে। এমনকি এসব দেশের পর্যটকরাও ভিড় করবেন দেশটিতে।

এ সম্পর্কিত আরও খবর